২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:১৫

রাজশাহী বোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

অনলাইন ডেস্ক:

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এসএসসি পীক্ষার ফলফলে পাসের হার ৮৬ দশমিক ০৭ শতাংশ। যা গত বছর ছিল ৯০ দশমিক ৭০ শতাংশ। ফলে পাসের হার কমেছে ৪ দশমিক ৬৩ শতাংশ। গত সাত বছরের মধ্যে এবারই পাসের হার কমেছে। পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫।
রবিবার রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল হক প্রমানিক বিষয়টিন নিশ্চিত করেন।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর তরুণ কুমার সরকার বলেন, গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৭ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী। এবার পেয়েছে ১৯ হাজার ৪৯৮ শিক্ষার্থী। অর্থাৎ ২ হাজার ১৪৯ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবার জিপিএ-৫ শিক্ষার্থীদের মধ্যে ১০ হাজার ১৮ জম ছাত্র ও ৯ হাজার ৪৮০ জন ছাত্রী রয়েছে।

এক বছরের ব্যবধানে রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী বেড়েছে ২৭ হাজার ২১১ জন। এ বছর রাজশাহী বোর্ডের অধীনে বিভাগের আট জেলা থেকে অংশ নিয়েছে ১ লাখ ৯৪ হাজার ৫৪৩ জন পরীক্ষার্থী। গত বছর ছিল এক লাখ ৬৭ হাজার ৩৩২ জন পরীক্ষার্থী।

রাজশাহী শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৯৮৫ জন ছেলে ও ৯৩ হাজার ৫৫৮ জন মেয়ে পরীক্ষার্থী ছিল।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৬, ২০১৮ ১:৫৬ অপরাহ্ণ