আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৩ তালেবান বিদ্রোহী নিহত হয়েছে।
আফগান কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশের আন্দার জেলার একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের নিরাপত্তায় নিয়োজিত জওয়ানদের ওপর তালেবানরা হামলা চালালে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
রাজধানী কাবুল থেকে ১৫৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আন্দার এলাকার ওই সংঘর্ষের সময় একটি বাড়িতে মর্টার শেলের আঘাতে দুই বেসামরিক ব্যক্তিও নিহত হয়েছেন।
এ ছাড়া গজনির আরেকটি মহাসড়কে এক বিস্ফোরণে আরও দুই তালেবান সদস্য নিহত হন।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মাদ আরিফ নুরি বলেছেন, তালেবানরা একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের নিয়ন্ত্রণ নেয়ার জন্য সেখানকার কয়েকটি নিরাপত্তাচৌকিতে অতর্কিত হামলা চালায়।
এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা হামলা চালিয়ে তালেবান বিদোহীদের ব্যাপক ক্ষতি করে।
তিন সপ্তাহ আগে তালেবান বিদ্রোহীরা গজনিপ্রদেশের খাজা ওমারি জেলায় হামলা চালিয়ে সেখানকার জেলা প্রশাসকসহ ১৫ ব্যক্তিকে হত্যা করে। তারা জেলা প্রশাসকের প্রধান কার্যালয়ে আগুন লাগিয়ে সেটিকে সম্পূর্ণ পুড়িয়ে ফেলে।
দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

