১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

মদিনায় হোটেলে ভয়াবহ আগুন: নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের মদিনায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় ওমরা করতে যাওয়া অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো কমপক্ষে ১৭০ জন। শনিবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের সময় হোটেলে বিভিন্ন দেশের প্রায় ৭০০ মানুষ অবস্থান করছিলেন। এর মধ্যে পাকিস্তান, মিশর ও ইরাকের নাগরিকের সংখ্যাই বেশি ছিল। নিহত ১৫ জনের সবাই মিসরের নাগরিক বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। তবে মিশর এখন পর্যন্ত এ খবরের সত্যতা নিশ্চিত করেনি।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় মিসরের কত জন মানুষ নিহত হয়েছেন, এর সঠিক সংখ্যা জানার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ৬, ২০১৮ ১১:২৫ পূর্বাহ্ণ