১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

নওগাঁয় নারীসহ আটক ৫

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পত্মীতলায় পৃথক অভিযানে তিন নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। শনিবার জেলার পত্মীতলা ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পত্মীতলা উপজেলা ডাঙ্গাপাড়া গ্রামের সাদের বক্সের ছেলে নজরুল ইসলাম (৪০), তার স্ত্রী তহমিনা (৩৫), বাগুরিয়া সালিক গ্রামের সুজনের স্ত্রী রোকসানা (২৫), মহাদেবপুর উপজেলার কাঞ্চন গ্রামে মৃত লিয়াকত আলীর ছেলে আহসান হাবিব পল্লব (২৮) এবং বরিশাল জেলার হিজলী থানার ইন্দুরিয়া গ্রামের জামাল হোসেনের স্ত্রী ফাতেমা আকতার (৪০)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পত্মীতলা উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালিয়ে নজরুল ইসলাম ও তার স্ত্রী তহমিনাকে তার বাড়ি থেকে পাঁচ গ্রাম হিরোইনসহ আটক করা হয়। এরপর তহমিনার দেয়া তথ্যে নিজ বাড়ি রোকসানা ও ফাতেমাকে আটক করা হয়।

অপরদিকে রাত ৮টার দিকে মহাদেবপুর উপজেলার কাঞ্চন গ্রামে অভিযান চালিয়ে আহসান হাবিবকে বাড়ি থেকে ২৭ পিচ ইয়াবাসহ আটক করা হয়। আটকদের বিরুদ্ধে পৃথক থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মে ৬, ২০১৮ ১১:১০ পূর্বাহ্ণ