২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৯

গাজায় শক্তিশালী বিস্ফোরণ: নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক:

অবরুদ্ধ গাজা উপত্যকায় এক শক্তিশালী বিস্ফোরণে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসেম ব্রিগেডের ছয় সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহরে শনিবার বিকালে এ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের পর হতাহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে ওই মন্ত্রণালয় জানিয়েছে।-খবর আলজাজিরা ও পারস টুডের।  ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তাদের নিরাপত্তা বাহিনী কোনোভাবেই এ বিস্ফোরণের সঙ্গে জড়িত নয়।

গাজার নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ইরানের আরবি স্যাটেলাইট নিউজ চ্যানেল আল-আলম জানিয়েছে, ইজ্জাদ্দিন কাসেম ব্রিগেডের সদস্যরা যখন ইহুদিবাদী ইসরাইলের নিক্ষিপ্ত একটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করছিলেন, তখন এটি বিস্ফোরিত হয়। ২০১৪ সালে ৫৫ দিনব্যাপী যুদ্ধের সময় দখলদার ইসরাইলের একটি এফ-১৬ জঙ্গিবিমান থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল।

ফিলিস্তিনের ভূমি দিবস উপলক্ষে গাজা উপত্যকাজুড়ে যখন ইসরাইলবিরোধী ব্যাপক বিক্ষোভ চলছে, তখন এ বিস্ফোরণের খবর পাওয়া গেল। গত ৩০ মার্চ থেকে গাজায় চলমান বিক্ষোভের ওপর ইসরাইলি সেনাদের নির্বিচার গুলিতে এ পর্যন্ত অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

প্রকাশ :মে ৬, ২০১৮ ৯:৫৯ পূর্বাহ্ণ