১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৭

চাকরির বয়স ৩৫’র দাবিতে কাফন মিছিল

নিজস্ব প্রতিবেদক:

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগে কাফনের কাপড়ে মুড়িয়ে ৩০ কে বিদায় জানিয়ে প্রতীকী ‘কফিন মিছিল’ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। আজ শনিবার (০৫ মে) বেলা ১১টায় এ মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য, টিএসসি প্রদক্ষিণ করে শাহবাগে এসে শেষ হয়।

সাধারণ ছাত্র পরিষদের মুখপাত্র ইমতিয়াজ হোসেন বলেন, ‘আমরা দীর্ঘ তিন বছর ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আন্দোলন করছি। কিন্তু এতদিনেও সমাধান পাইনি। তাই আজ কফিন নিয়ে রাজপথে এসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ এ সময় তিনি সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আরেক আন্দোলনকারী আল আমিন বলেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু যখন ৪৫ বছর ছিল তখন চাকরিতে প্রবেশের বয়সসীমা ছিল ২৭ বছর, যখন ৫০ ছাড়ল তখন চাকরিতে প্রবেশের বয়সসীমা হল ৩০ বছর। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ বছর হলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা এখনও অপরিবর্তিতই রয়ে গেছে।

এর আগে গতকাল সন্ধায় তাঁরা শাহবাগে একই দাবিতে মশাল মিছিল করে।

চাকরি প্রত্যাশীদের অভিযোগ, পড়াশোনা পদ্ধতি এবং বিশ্ববিদ্যালয়-কলেজগুলোয় সেশনজটের কারণে ছাত্রজীবনের একটা বড় সময় নষ্ট হয়ে যায়। স্নাতক পাস করতে করতে বিসিএস পরীক্ষায় অংশ নেয়া হয়ে উঠে না অনেকের। আবার প্রস্তুতি নিতে নিতেই সময় শেষ হয়ে যায়। এ কারণে সরকারি চাকরিতে ঢোকার বয়স ৩৫ করার দাবি জানিয়ে আসছে তারা।

আন্দোলনকারীদের দাবি, ‘মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি মাধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করেছেন। যেখানে সব মধ্যম আয়ের দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫, সেখানে এদেশের মানুষরা কেন এ সুযোগ পাবেন না? নবম এবং দশম সংসদ অধিবেশনের শেষ অধিবেশন পর্যন্ত মাননীয় সংসদ সদস্যরা এ প্রস্তাব উত্থাপন করেই আসছেন।’ দেশের লাখ লাখ তরুণ-তরুণী বয়সের দেয়ালে আবদ্ধ হয়ে হতাশায় ভুগছে বলেও দাবি করেন তিনি।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ৫, ২০১৮ ৮:২৬ অপরাহ্ণ