১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

মোরার আঘাতে ক্ষয়ক্ষতির উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঘূণিঝড় মোরার আঘাতে ক্ষয়ক্ষতির উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, ‘জাতিসংঘ মহাসচিব শ্রীলঙ্কা ও বাংলাদেশে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষয়ক্ষতির গভীরভাবে উদ্বিগ্ন। এই অবস্থায় দুই দেশের সরকারের পাশেই রয়েছে জাতিসংঘ। এছাড়া নিউইয়র্কের সিনিয়র ডেমোক্রেট কংগ্রসম্যান নেতা এলিয়ট এঞ্জেলও এই বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সাইক্লোন মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য আমরা উদ্বিগ্ন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১, ২০১৭ ১২:৫৭ অপরাহ্ণ