নিজস্ব প্রতিবেদক:
সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে যাবার পথে ৮ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৪ মে) রাতে সাতক্ষীরার কুশখালি সীমান্তের কাছে এই ঘটনা ঘটে। কুশখালি এলাকার শিকড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়। রোহিঙ্গা দলটির মধ্যে ৫ জন মহিলা, ১ জন পুরুষ ও ২টি শিশু রয়েছে।
বিজিবি কুশখালির বিওপি কমান্ডার নায়েক সুবেদার জহির জানান, মানব পাচারকারী দালালরা তাদেরকে চট্টগ্রাম থেকে সাতক্ষীরা সীমান্তে নিয়ে আসে।
প্রথমে তাদের একটি বাড়িতে গোপনে রাখা হয়। এরপর শুক্রবার রাতে তাদের শিকড়ি গ্রাম দিয়ে ভারতে পাচার করার কথা ছিল।
এই ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে তাদেরকে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। দালালচক্রের কাউকে গ্রেফতার করা যায়নি।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

