অনলাইন ডেস্ক:
ভারতের কাশ্মীরের কাঠুয়ায় আট বছর বয়সী শিশু আসিফা বানুকে গণধর্ষণের পর হত্যার ঘটনা ভারতসহ গোটা বিশ্বে আলোড়ন তুলেছে। এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন বিশ্বখ্যাত তারকা ব্যক্তিরা। আসিফা বানুর পরিবারের হয়ে মামলা লড়ছেন আইনজীবী দীপিকা সিংহ রাজাওয়াত।
আলোচিত এ মামলা লড়ার কারণে তাকেও ধর্ষণের পর হত্যা করা হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছিলেন দীপিকা। এরপরই তার পাশে দাঁড়ায় অসংখ্য লোক।
এবার দীপিকার পাশে দাঁড়িয়েছে বিখ্যাত হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন। আইনজীবীর গাউন পরিহিত দীপিকার একটি ছবি টুইট করেছেন হ্যারি পটার খ্যাত এ অভিনেত্রী লিখেছেন, ‘অল পাওয়ার টু দীপিকা সিংহ রাজাওয়াত।’
এরপর ব্যাপক প্রশংসিত হচ্ছেন এমা। তবে কেউ কেউ তাকে এ ঘটনার আসল কারণ জানারও আহ্বান জানিয়েছেন। এর আগেও নারী অধিকার আর সম্মানরক্ষা নিয়ে একাধিক বার সরব হয়েছেন ব্রিটিশ এই অভিনেত্রী।
দৈনিক দেশজনতা/ টি এইচ