স্পোর্টস ডেস্ক:
কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনাকে কেন্দ্র করে স্টিফেন স্মিথ এবং ব্যানক্রফটের সঙ্গে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ডেভিড ওয়ার্নার। শাস্তির পর থেকে এই সময়টা সবার আড়ালেই ছিলেন এই তারকা। অনেকটা সময় পর আজ আবারও সবার সামনে আসলেন ওয়ার্নার আর জানালেন ভক্তদের সমার্থন থেকে নতুন করে তার ভাবনার কথা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল বিকৃতির ঘটনা নিয়ে সমালোচিত হয়েছেন অস্ট্রেলিয়ার এই তিন ক্রিকেটার। তবে প্রথমে আলোচিত হলেও পরে শাস্তির পরে সবার কাছ থেকে অনেক সহানুভুতিও পেয়েছেন তারা। সমার্থকদের এমন সহানুভূতি থেকেই আবারও নতুন করে ভাবতে শিখেছেন অজি ক্রিকেটার ওয়ার্নার। আর এই সমার্থনকেই তিনি বড় পাওয়া বলে মনে করছেন।
শাস্তির প্রায় এক মাস পরে সবার সামনে এসে এক সাক্ষাতকারে ডেভিড ওয়ার্নার বলেন, ‘কখনো কখনো আমাদের সমাজের মানুষের সাথে এমন কিছু ঘটে যেটা মানুষের জন্য খারাপ হয়ে দেখা দেয়। তখন আশে পাশে মানুষের অনেক সমর্থনের দরকার হয়। আমার মনে হয়, আমি নিজে এই সমর্থন থেকে খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পেয়েছি।’
ক্রিকেটে থাকাকালীন পরিবারকে সময় কম দেওয়া হলেও ওয়ার্নার নিষিদ্ধ হওয়ার পর থেকে এই সময়টা পরিবারের সাথেই কাটাচ্ছেন। এই বিষয়টাকে ও তিনি ভালো হিসেবেই দেখছেন।
এই বিষয়ে অজি এই তারকা বলেন,‘আমার মনে হয়,আমাদের সবসময় একটা রুটিনের মাঝে থাকতে হয়। ক্রিকেট, হোটেল আবার ব্যাগ গুছিয়ে বাড়ি আসা। এতে বাড়িতে আপনি বেশি একটা সময় দিতে পারবেন না। অনেক সময় আপনাকে একটি রুটিংয়ের মধ্যে থাকতে হয়। আমি হয়তো এই অংশটি মিস করেছি। তাই এখন সারাদিনই বাচ্চাদের দেখাশোনা করা, সাঁতার শেখা, জিমন্যাস্টিক শেখা এবং এরপর বাবা-মা হিসেবে গুণগত সময় পাওয়া যায় ।এই দিকটা আমি সত্যিই উপভোগ করছি এবং তাদের জড়িয়েই আছি।’
দৈনিক দেশজনতা/ টি এইচ