১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৩

রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপত্তা পর্ষদের ভূমিকা যথেষ্ট নয়: ওআইসি সহকারী মহাসচিব

কক্সবাজার প্রতিনিধি :

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন ওআইসি সহকারী মহাসচিব হিশাম ইউসেফ।

শুক্রবার বালুখালী ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা শরনার্থীদের অবস্থা ঘুরে দেখার পর তিনি এ কথা বলেন।

বাংলাদেশে শনিবার থেকে ঢাকায় শুরু হতে যাওয়া মুসলিম রাষ্ট্র সমূহের সহযোগিতা সংস্থা ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে আসা প্রতিনিধি দলের সদস্যরা শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শন করেন।

তাঁরা বালুখালী ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা শরনার্থীদের অবস্থা ঘুরে দেখেন এবং মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নির্যাতিত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ওআইসি সহকারী মহাসচিব হিশাম ইউসেফ।

হিশাম ইউসেফ বলেন, ওআইসিতে তাঁর ৪ বছরের দায়িত্ব পালনকালে এত বড় শরণার্থী সংকট তিনি এর আগে কোথাও দেখেন নাই। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের চ্যালেঞ্জ মোকাবেলায় ওআইসি বাংলাদেশের পাশে থাকবে এবং রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকবে।

ক্যাম্প পরিদর্শনের সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলি ওআইসি প্রতিনিধিদের সাথে ছিলেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৫, ২০১৮ ১২:৫৬ অপরাহ্ণ