২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২৯

ব্রাইটনের কাছে হারল ম্যানইউ

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে ছোট দলগুলোর প্রিয় যেন জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। নয়তো কি এবারই প্রিমিয়ার লিগে উন্নীত হওয়া দলগুলোর কাছে হারে তারা। চলতি মৌসুমে তিনটি নতুন ক্লাব উন্নীত হয়েছে। তিনটির ঘরের মাঠেই হেরেছে ম্যানইউ। সর্বশেষটি ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের বিপক্ষে। দলটির ঘরের মাঠ ফামার স্টেডিয়ামে ১-০ গোলে হেরেছেন হোসে মরিনহোর শিষ্যরা। ১৯৮২ সালের পর ব্রাইটনের বিপক্ষে এটা তাদের প্রথম হার।

বল দখলের লড়াইয়ে প্রথম থেকেই এগিয়ে ছিল ম্যানইউ। ব্রাইটনও বেশ ভাল কিছু আক্রমণ করেছে। তবে ম্যানইউ’র স্প্যানিশ গোলকিপার দেভিদ দি হেয়ার দৃঢ়তায় বল জালে জড়াতে পারেননি ব্রাইটনের খেলোয়াড়রা। প্রথমার্ধে ম্যানইউ’র কোন আক্রমণও সফলতার মুখ দেখেনি। তাই গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৭ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পায় ব্রাইটন। কলম্বিয়ান মিডফিল্ডার হোসে ইকিয়ের্দোর ক্রস থেকে হেড করেন জার্মান মিডফিল্ডার পাস্কাল গ্রস। ম্যানইউ’র আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস রোহো বলটি ক্লিয়ারও করেন। তবে ভিজ্যুয়াল অ্যাসিস্টেন্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে দেখা যায় ক্লিয়ার করার আগে বল গোল লাইন পার করেছিল।

পর কোন দলই গোল করতে না পারায় ম্যাচটি ১-০ ব্যবধানে জেতে ব্রাইটন। এই জয়ে ক্লাবটি নিশ্চিত করেছে যে তারা থাকছে প্রিমিয়ার লিগে। আর ম্যানইউ রয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। ৩৬ ম্যাচে ৭৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তালিকায় একাদশ স্থানে আছে ব্রাইটন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ৫, ২০১৮ ১০:০২ পূর্বাহ্ণ