১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৮

টাইগারদের অনুশীলন শুরু হবে কোর্টনি ওয়ালশের অধীনেই

স্পোর্টস ডেস্ক:

সেই চন্ডিকা হাথুরুসিংহে চলে যাবার পর থেকেই শুরু ‘নতুন বিদেশি কোচ উপাখ্যান।’ কোচ নিয়ে কত কথা-বার্তাই না হয়েছে। বেশ কিছু নাম উঠে এসেছে। নানা সময়সীমার কথাও উচ্চারিত হয়েছে। শোনা গেছে অমুক মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আসছেন নতুন ভিনদেশি কোচ। কিন্তু এর কোনটাই শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি।

এক কথায় বিদেশি হেড কোচ নিয়োগ প্রক্রিয়া চলমান থাকলেও তা বাস্তব রূপ পায়নি এখনো। আপাতত বা খুব শীঘ্রই নতুন বিদেশি হেড কোচের দেখা মিলবে, এমন লক্ষণও নেই। তাহলে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু হচ্ছে কার অধীনে? ক্রিকেট অনুরাগীদের মনে এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

এখনকার খবর, আগামী ১৩ মে তার অধীনেই শুরু হবে প্রাথমিক প্রস্তুতি। শুক্রবার এ তথ্য নিশ্চিত করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘কোর্টনি ওয়ালশ যেহেতু গত সিরিজে কোচ ছিলেন। তার গাইডলাইন অনুযায়ী ১৩ তারিখে ক্যাম্প শুরু হবে। আগামী ১৩ মে থেকে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আর ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু হচ্ছে কোর্টনি ওয়ালশের অধীনেই।’

নান্নু আরও বলেন, ‘দল গঠন এবং লক্ষ্য-কৌশল নির্ধারণে আমরা এরই মধ্যে অধিনায়কের সঙ্গে আলাপ সেরে নিয়েছি। কোচের সঙ্গে পরিকল্পনা থাকে সিরিজের আগে। কন্ডিশনিং ক্যাম্প শুরু হয় মারিওর অধীনে। এবারো মারিও এটা পরিচালনা করবে। আমাদের কাজ ৩০ জনের পুল দেওয়া।’

দল নির্বাচন প্রক্রিয়ায় সাধারণত কোচের তেমন ভূমিকা থাকে না বলেই জানান নান্নু। প্রধান নির্বাচক এ নিয়ে বলেন, ‘কোনো সফরের আগে নির্বাচন প্রক্রিয়ায় আমরা যাই, তখন প্রধান কোচের দরকার হয় না।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৪, ২০১৮ ১০:০৬ অপরাহ্ণ