১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৪

বড়াইগ্রামে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

 

নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে চার বছর বয়সী এক শিশুপুত্র নিখোঁজ হওয়ার ৪ দিন পর গতকাল বৃহস্পতিবার (৩ মে) সকাল ১১টার দিকে বাড়ির পাশের এক ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল পূর্বপাড়া গ্রামের নানা বাড়ির পাশের এক ডোবায় শিশুটির লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এর আগে গত সোমবার বিকেলে হঠাৎ সে নিখোঁজ হয়। শিশুটির নাম সিয়াম হোসেন। সে নাটোর সদর উপজেলার হয়বতপুর গ্রামের মিন্টু সেখের ছেলে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলিম জানান, সিয়াম গর্ভে থাকাকালীণ তার মা সীমা খাতুনের সাথে বাবার তালাক হয়। পরে তিরাইল পূর্বপাড়া তার নানার বাড়িতে আশ্রয় নেয় মা। সেখানেই শিশুটি বড় হচ্ছিলো। সোমবার বাড়ির পাশে খেলতে খেলতে হঠাৎ সে নিখোঁজ হয়। পরে অনেক খুঁজাখুঁজির পর না পেয়ে দুইদিন পর থানায় লিখিত এজাহার দায়ের করে।

প্রকাশ :মে ৪, ২০১৮ ৬:৫৭ অপরাহ্ণ