১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২০

স্থানীদের ৭০ ভাগ কোটার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের মাতারবাড়িতে গড়ে উঠা শিল্পকারখানাগুলোতে স্থানীদের ৭০ ভাগ কোটা দাবি করে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ‘আমরা মাতারবাড়ীর সন্তান’ নামের একটি সংগঠন।

আজ শুক্রবার সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করে এ দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠন করেন সংগঠনের কার্যনির্ধারণী পরিষদের সদস্য সাজ্জাদ হোসেন শামীম।

বক্তব্যে বলা হয়- প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক প্রচেষ্টা অবহেলিত মহেশখালী-মাতারবাড়ীকে ঘিরে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানানো হয়। গড়ে উঠা শিল্পকারখানাগুলোতে স্থানীয় লোকজনকে ৭০ শতাংশ চাকরি দিতে হবে। এ ছাড়া লবণ ও মৎস্যচাষি এবং শ্রমিকদের শতভাগ পুনর্বাসন, রেশনের ব্যবস্থা, ভূমি প্রকৃত মালিকদের ক্ষতিপূরণ, ৫০০ শয্যার একটি হাসপাতাল প্রতিষ্ঠা, একটি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা, একটি সরকারি উচ্চ বিদ্যালয় ও পলিটেকনিক্যাল ইনস্টিটিউ প্রতিষ্ঠার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

এর আগে মানববন্ধনে বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার প্রদর্শন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থী। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কবির আহমদ, মাওলানা আ ন ম আহমদ উল্লাহ, মো. শাজাহান, বেদার উদ্দীন, শওকত আলী জুয়েল, আসহাব উদ্দিন, দেলোয়ার হোছাইন, মোশারফ হোছাইন প্রমুখ।

দৈনিকদেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৪, ২০১৮ ৫:৪১ অপরাহ্ণ