১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০১

কুড়িগ্রামে গাঁজাসহ দুই স্কুলছাত্র আটক

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্ত থেকে সাড়ে তিন কেজি গাঁজাসহ দুই স্কুলছাত্রকে আটক করেছে বিজিবি।

আজ শুক্রবার ভোরে কাশিপুর বিওপি কমান্ডার হাবিলদার সাইফুল ইসলামের নেতৃত্বে টহলদল অনন্তপুরের বৃষ্টদেব ধর্মপুর এলাকা থেকে ওই দুই স্কুলছাত্রকে শরীরে গাঁজা বাঁধা অবস্থায় আটক করে। এ সময় আটকদের সঙ্গে থাকা একটি সাইকেল জব্দ করে বিজিবি।

আটকরা হলো উপজেলার অনন্তপুর এলাকার হায়দার আলীর ছেলে ও গঙ্গার হাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মাইদুল ইসলাম (১৬) এবং একই এলাকার খয়রেক আলীর ছেলে ও ঘুঘুর হাট দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র মনু মিয়া (১৪)।

এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কম্পানি কমান্ডার সুবেদার শহীদ জানান, ঘটনায় জড়িত থাকার অপরাধে আরো দুইজনকে পলাতক আসামি করে চারজনের নামে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৪, ২০১৮ ৫:২৩ অপরাহ্ণ