২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১০

সাকিব-তামিমদের দলে কার্তিক-পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের লর্ডসে ৩১ মে একটি চ্যারিটি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সেখানে তাদের প্রতিপক্ষ আইসিসি বিশ্ব একাদশ। টি-টোয়েন্টি এই ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল আগেই চূড়ান্ত করা হয়েছে।

বিশ্ব একাদশে খেলোয়াড় অন্তর্ভূক্ত করার প্রক্রিয়া চলছে। এবার বিশ্ব একাদশের তালিকায় যুক্ত হয়েছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিক। তাদের দুজনের খেলার বিষয়টি আজ বৃহস্পতিবার এক ই-মেইল বার্তায় জানিয়েছে আইসিসি।

তার আগে পাকিস্তানের শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, বাংলাদেশের সাকিব আল হাসান, তামিম ইকবাল, শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা ও আফগানিস্তানের রশিদ খান বিশ্ব একাদশের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রিকেট বিশ্বের আরো বড় বড় তারকার নাম যুক্ত হওয়ার অপেক্ষায় আইসিসি। বিশ্ব একাদশকে নেতৃত্ব দিবেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান।

গত বছরের সেপ্টেম্বরে হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে লন্ডভন্ড হয়ে যায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দুই স্টেডিয়াম। মূলত স্টেডিয়াম দুটির সংস্কারে তহবিল গঠনের লক্ষ্যে এই ম্যাচ আয়োজন করছে আইসিসি। ম্যাচটিকে এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদাও দেওয়া হয়েছে।

এ পর্যন্ত বিশ্ব একাদশের স্কোয়াড : ইয়ান মরগান (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, রশিদ খান, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, থিসারা পেরেরা, হার্দিক পান্ডিয়া ও দিনেশ কার্তিক।

ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড : কার্লোস ব্রাফেট (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেল, আন্দ্রে ফ্লেচার, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটকিপার), রায়াদ এমরিট, অ্যাশলে নার্স, কেমো পল, স্যামুয়েল বদ্রি ও কেশরিক উইলিয়ামস।

দৈনিক দেশজনতা/ এন আর

 

প্রকাশ :মে ৩, ২০১৮ ৭:৩৭ অপরাহ্ণ