১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৫

কুমিল্লায় ১ কোটি ৩৫ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় ১ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার জেলার ভারত সীমান্তবর্তী চৌদ্দগ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লাস্থ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) একাধিক টিম এসব মাদকদ্রব্য জব্দ করে।
বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। মাদকদ্রব্যগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কুমিল্লা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
জানা যায়, বিজিবির একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্তবর্তী নাটাপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৫ লাখ ৭৬ হাজার স্টেরয়েড ট্যাবলেটসহ অন্যান্য মালামাল জব্দ করে। এছাড়াও সীমান্তের অন্যান্য এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, ভারতীয় বিপুল পরিমাণ মদ ও থ্রি-পিস জব্দ করেছে।
কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সারোয়ার জানান, জব্দকৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ২৪ হাজার টাকা।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ৩, ২০১৮ ৬:৫৩ অপরাহ্ণ