আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের আকাশসীমায় একটি সৌদি সামরিক বিমান প্রবেশ করেছিল। তবে তাকে সতর্ক করার পর বিমানটি এই আকাশসীমা থেকে বেরিয়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের উদ্ধৃতি দিয়ে ইরানি মিডিয়ায় এ খবর প্রকাশিত হয়েছে।
তিনি বলেছেন, বিমানটিতে সৌদি আরবের তেল বিশেষজ্ঞরা ছিলেন এবং ইরানের বিমান বিধ্বংসী ব্যবস্থার সতর্কবার্তা পেয়ে এটি ইরানের আকাশসীমা ত্যাগ করেছে।
জারিফ বুধবার তেহরানে মন্ত্রিসভার বৈঠকের অবকাশে সাংবাদিকদের জানান, তেল বিশেষজ্ঞদের বহনকারী সৌদি সামরিক বিমানটি ইরানের আকাশসীমার একটি নির্ধারিত রুট ব্যবহার করবে বলে আগে থেকে অনুমতি নিয়েছিল। কিন্তু হঠাৎ করে এটি সে গতিপথ পরিবর্তন করে ইরানের গভীর অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে।
দৈনিক দেশজনতা/এন এইচ