১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০১

প্রভাতী ইন্স্যুরেন্স দেবে শেয়ারপ্রতি ১ টাকা লভ্যাংশ

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে ১ টাকা করে পাবেন শেয়ারহোল্ডররা।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

লভ্যাংশের বিষয়ে প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জুলাই। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ মে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে এই কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৮৪ পয়সা।

প্রকাশ :মে ৩, ২০১৮ ১২:২০ অপরাহ্ণ