১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৯

গাজীপুরে বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজ বাসভবনে এ ইশতেহার ঘোষণা করেন তিনি। হাসান উদ্দিন সরকার ঘোষিত ১৯ দফা ইশতেহারে দুর্নীতি দূরীকরণ ও স্বচ্ছতা, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থার উন্নয়নের কথা উল্লেখ করা হয়েছে। বিকেলে বোর্ডবাজার, গাছা বাজার, চান্দরা মাদ্রাসা, মির্জা ইব্রাহীম মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে পথসভা ও প্রচারণা চালাবেন বিএনপির এ প্রার্থী।

এদিকে, সকালে গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম প্রচারণা শুরু করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় দলীয় নেতাকর্মীরা। নির্বাচিত হলে গাজীপুরকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার ওয়াদা করে পথসভায় উপস্থিত ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন জাহাঙ্গীর আলম। পরে তিনি টঙ্গী এলাকার ৪৫, ৪৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালাবেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাসাসের সিনিয়র সহসভাপতি বাবুল আহমেদ, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় সদস্য মাজহারুল আলম, আব্দুল মতিন, আবু বকর সিদ্দিক, মাওলানা এসএম রুহুল আমিন প্রমূখ উপস্থিত ছিলেন।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :মে ৩, ২০১৮ ১১:৪১ পূর্বাহ্ণ