১৯শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:৪০

রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

রমজানকে সামনে রেখে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, চাহিদার তুলনায় ভোগ্যপণ্যের মজুদ অনেক। ফলে দাম বাড়ার কোনো কারণ নেই। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, কেউ দাম বাড়াবেন না। আমরা চাই ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক রেখে বাজার স্থিতিশীল রাখা। রমজানে কোনো পণ্যের দাম যাতে না বাড়ে এ জন্য নজরদারিও রয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

গতকাল বুধবার  ভোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ভোলার অগ্নিকাণ্ডে সর্বাধিক ক্ষতিগ্রস্ত ৫২ ব্যবসায়ী যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন, তার সার্বিক সহযোগিতা করা হবে। একই সঙ্গে যেসব ব্যবসায়ীদের বিমা করা রয়েছে, তারা যাতে দ্রুত বিমার টাকা পেতে পারেন তার জন্য ওই সব ইনন্স্যুরেন্স কোম্পানিগুলোকে নির্দেশ দেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ৩, ২০১৮ ৯:৫২ পূর্বাহ্ণ