১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৬

রজনীকান্তের পারিশ্রমিক ৬৫ কোটি রুপি!

বিনোদন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। প্রথমবারের মতো পরিচালক কার্তিক সুবারাজের সিনেমায় অভিনয় করবেন তিনি। এজন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন এ অভিনেতা।

নাম ঠিক না হওয়া এ সিনেমার জন্য ৪০দিন শিডিউল দিয়েছেন রজনীকান্ত। আর পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ৬৫ কোটি রুপি। চলতি মাসের শেষে অথবা জুনের প্রথমে এর শুটিং শুরু হবে। রজনীকান্ত ছাড়াও সিনেমাটির খল চরিত্রে দেখা যাবে অভিনেতা বিজয় সেতুপাতিকে। সিনেমাটির সংগীত পরিচালনা করবেন অনুরুদ্ধ রবিচন্দের।

রজনীকান্ত অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘কালা’। এতে একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন তিনি। আগামী ৭ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এতে আরো অভিনয় করেছেন নানা পাটেকর, হুমা কোরেশি, অঞ্জলি পাতিল, সামুতিরাকানি প্রমুখ।

এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন রজনীকান্ত। আগামী সপ্তাহে ‘কালা’ সিনেমার অডিও প্রকাশনা অনুষ্ঠান। এতে যোগ দিতে খুব শিগগির ভারতে ফিরবেন তিনি।

‘কালা’ ছাড়াও রজনীকান্ত অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকায় রয়েছে ‘টু পয়েন্ট জিরো’। এটি পরিচালনা করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা শংকর। লায়কা প্রোডাকশনের প্রযোজনায় সিনেমাতে আরো অভিনয় করছেন অক্ষয় কুমার, অ্যামি জ্যাকসন প্রমুখ। আগামী বছর এপ্রিলে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২, ২০১৮ ৯:০৩ অপরাহ্ণ