১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৪
مسؤول مغربي: نبحث منح اللجوء لنحو 1300 سوري

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা মরক্কোর

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিম সাহারা অঞ্চলের স্বাধীনতাকামীদের আন্দোলন ‘পোলিসারিও ফ্রন্ট’কে তেহরান সমর্থন করছে; এমন অভিযোগ এনে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো।

মঙ্গলবার মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পোলিসারিওকে সমর্থনের জেরে তেহরানে মরক্কোর দূতাবাস বন্ধ এবং রাবাতে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূতকে বহিস্কার করা হবে।

রাবাতের অভিযোগ, পলিসাইরো ফ্রন্টের যোদ্ধাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা দিচ্ছে তেহরান ও লেবাননের হেজবুল্লাহ গ্রুপ।

তবে এই অভিযোগের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি ইরান। তবে অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে হেজবুল্লাহ জানিয়েছে, আমেরিকার চাপে পড়ে এ সিদ্ধান্ত নিয়েছে রাবাত।

মরক্কোর পররাষ্ট্র মন্ত্রী নাসের বৌরিতা বলেছেন, আলজিয়ার্সে দূতাবাসের মাধ্যমে হেজবুল্লাহকে আর্থিক সহায়তা ও পোলিসারিওকে প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা করছে তেহরান। রাবাতের কাছে এই অভিযোগের পক্ষে নথি রয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২, ২০১৮ ৭:৪৫ অপরাহ্ণ