১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

সিরিয়ায় আইএস ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে রুশ নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার ঐতিহাসিক পামিরা শহর পুনরায় দখলের জন্য প্রস্তুত কথিত জঙ্গি সংগঠন আইএসের ঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়া। এর আগে আন্তর্জাতিক মিত্র বাহিনী ও আসাদ সরকারের সেনাবাহিনীর কাছে পরাজিত হয়ে নগরটি ছেড়ে পালিয়ে যায় তারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পামিরা শহরের পাশে জমায়েত হওয়া আইএস জঙ্গি ও অস্ত্রভাণ্ডার লক্ষ করে বড় ধরণের মিসাইল হামলা চালিয়েছে রুশ নৌবাহিনী ভূমধ্যসাগর থেকে রুশ রণতরী ও সাবমেরিন ওই মিসাইল হামলা চালায়। এ হামলায় বেশ কিছু জঙ্গি হতাহতের খবর জানা গেছে, তবে তাদের সংখ্যা নিশ্চিত করা যায়নি। এসব জঙ্গিরা  রাকা শহর থেকে পামিরায় এসে ঘাঁটি গড়ে তলার চেষ্টা করে। তবে এই হামলার আগে আমেরিকা ও তুরস্ককে জানানো হয়েছিল বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।   গত বছর মার্চ মাসে রুশ সমর্থিত আসাদ বাহিনীর হাতে  পরাস্ত হয়ে পামিরা ছেড়ে পালিয়ে যায় আইএস। তার  কয়েকমাস পরেই আবার পামিরা দখল করে জঙ্গিগোষ্ঠীটি। অবশেষে চলতি বছরের মার্চ মাসে ফের আইএসের হাত থেকে  পামিরা ছিনিয়ে নেয় আসাদ বাহিনী। দেশটিতে যুদ্ধ মোকাবেলা করতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর ইতিমধ্যে ন্যাটো বাহিনী যুক্ত হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১, ২০১৭ ১১:৪৯ পূর্বাহ্ণ