ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলায় সিরাজুল ইসলাম নামের এক যুবককে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার উত্তর চরকলমী গ্রামে দিন দুপুরে সিরাজুলের চাচাতো ভাইয়েরা তাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ করা হয়েছে। হত্যার অভিযোগে ১৮ জনকে আসামি করে শশীভূষণ থানায় মামলা করেছেন নিহতের পিতা মোস্তফা।
ইতোমধ্যে পুলিশ এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে। এরা হলেন সিদ্দিক লাঠিয়াল, পুত্র কামাল, পুত্র বধূ জেসমিন ও দৌহিত্র নাহিদ। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের দাবিতে আঞ্জুরহাট বাজারে এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করে। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। আহতরা ভোলা ও চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উঠানে হাঁসে ধান খাওয়া নিয়ে ঘটনার সূত্রপাত। এছাড়াও জমি জমা নিয়ে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চর কলমীর উত্তর মঙ্গল গ্রামে সিদ্দিক লাঠিয়াল বাড়িতে চাচাতো ভাইয়েরা উঠানে সিরাজুল ইসলামকে এলোপাথারি ভাবে আঘাত করে। এর পর তাকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ হানিফ শিকদার জানান, এই মামলায় সিদ্দিক লাঠিয়াল ও তার ছেলে কামালকে আটক করা হয়েছে। এছাড়াও জেসমিন ও নাহিদ পালিয়ে যাওয়ার সময় ভোলা সদর থানার পুলিশের সহায়তায় ভেদুরিয়া লঞ্চ ঘাট থেকে গ্রেফতার করা হয়। নিহত সিরাজুল ইসলামের লাশ ভোলা মর্গে পোষ্টমর্টেম করার জন্য ভোলায় পাঠানো হয়েছে।
দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

