১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১২

ভারতকে হটিয়ে শীর্ষে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:

আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালো ভারত। তাদের হটিয়ে এক নম্বর জায়গাটি দখল করে নিয়েছে ইংল্যান্ড। আজ বুধবার নতুন র‌্যাঙ্কিংয় প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। র‌্যাঙ্কিংয়ে একই স্থানে আছে বাংলাদেশ। তিন পয়েন্ট বাড়লেও আছে সপ্তম স্থানে।

র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১২৫। তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত। এবারের র‍্যাঙ্কিংয়ে ২০১৪-১৫ মৌসুমের পারফরম্যান্স বিবেচনা করা হয়নি। এই মৌসুমে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর সাথে ২৫টি ওয়ানডে খেলে মাত্র সাত ম্যাচ জিতেছে ইংল্যান্ড। র‍্যাঙ্কিংয়ে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমের পারফরম্যান্স ৫০ শতাংশ বিবেচনা করেছে আইসিসি। শেষ তিন বছরে ৬৩ ওয়ানডে খেলে ৪১ জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। ভারত এই সময়ে ৫৯ ম্যাচে ৩৯ জয় পেয়েছে।

তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট ১১৩। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের পয়েন্ট ১১২ আর অস্ট্রেলিয়ার ১০৪।

১০২ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে ৬ষ্ঠ স্থানে। আর ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে সাতে।

এর পর যথাক্রমে অষ্টম, নবম ও দশম স্থানে আছে শ্রীলঙ্কা (৭৭ রেটিং পয়েন্ট), ওয়েস্ট ইন্ডিজ (৬৯ রেটিং পয়েন্ট), ও আফগানিস্তান (৬৩ রেটিং পয়েন্ট)।

১১ নম্বরে আছে জিম্বাবুয়ে (৫৫ রেটিং পয়েন্ট) আর সর্বশেষ আয়ারল্যান্ড (৩৮ রেটিং পয়েন্ট)।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২, ২০১৮ ৫:৩০ অপরাহ্ণ