১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৪

ঢাবি উপাচার্যের বাড়ি ভাঙচুর : ২ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক : 

কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুরের মামলায় দুই আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া দুই আসামি হলেন- মাসুদ আলম ওরফে মাসুদ ও আবু সাঈদ ফজলে রাব্বি ওরফে সিয়াম।

দুই দিনের রিমান্ড শেষে এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এএসপি ফজলুল হক।অপরদিকে আসামিপক্ষে ঈসমাইল হোসেন পাটোয়ারী জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৯ এপ্রিল এ দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন এ মামলায় রাকিবুল হাসান ওরফে রাকিব নামের এক আসামির চার দিন ও আলী হোসেন শেখ ওরফে আলীর তিন দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৯ এপ্রিল দুপুরে ঢাবি সংলগ্ন চানখারপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ।

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল রাত সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে শতাধিক মুখোশধারী ব্যক্তি উপাচার্যের বাড়িতে হামলা চালায়। ভবনে সংরক্ষিত মূল্যবান জিনিসপত্র, আসবাবপত্র, টিভি, ফ্রিজ, ফ্যানসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। দুটি গাড়ি পুড়িয়ে দেয়। ভবনের সিটি ক্যামেরা ভাঙচুর করে ও আলামত নষ্টের জন্য কম্পিউটারে রক্ষিত ডিভিআর পুড়িয়ে দেয়। ওই ঘটনায় ১০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহসান বাদী হয়ে মামলা করেন।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ২, ২০১৮ ৪:৩৯ অপরাহ্ণ