১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৫

গোলাপের প্রথমবারের মতো পূর্ণ জিনগত কাঠামো উন্মোচন

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক

সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক হিসেবে সমাদৃত গোলাপ। তার কারণ দেখতে যেমন তেমনি তার গন্ধ। সেই গোলাপের প্রথমবারের মতো পূর্ণ জিনগত কাঠামো উন্মোচন করতে সমর্থ হয়েছেন বিজ্ঞানীরা।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, গোলাপের এ রহস্য উন্মোচন করতে গিয়ে বিজ্ঞানীরা এমন কিছু পেয়েছেন যা বিস্ময় তৈরি করেছে। তারা বলছেন, আগামীতে নতুন রঙ এবং গন্ধ সমৃদ্ধ গোলাপ তৈরি করা সম্ভব।

ফ্রান্স, জার্মানি, চীন এবং ব্রিটেনের ৪০ জনের মত বিজ্ঞানী এ গবেষণায় যুক্ত ছিলেন। তাদের এ গবেষণায় এখন বোঝা যাবে কেন গোলাপের রঙ এবং গন্ধ এত ভিন্ন ভিন্ন হয়।

নতুন এ আবিষ্কারের ফলে গোলাপ চাষিরা এখন আরও সুন্দর রঙ এবং মিষ্টি গন্ধের নতুন নতুন জাতের গোলাপ তৈরি করতে সমর্থ হবেন। এমনকি পোকাও ধরবে না এবং ফুলদানিতে আরও বেশিদিন তাজা থাকবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২, ২০১৮ ১১:২০ পূর্বাহ্ণ