স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ড ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন লিভারপুলের মিশরীয় খেলোয়াড় মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে দুর্দান্ত পারফরমেন্সের কারণেই এই অ্যাওয়ার্ড জিতলেন তিনি।
গেল মাসে প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) নির্বাচিত সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। এছাড়া চলতি মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের এক মৌসুমে তিনবার ‘প্লেয়ার অব দ্য মান্থ’য়ের পুরস্কার জিতেছিলেন সালাহ। নভেম্বর, ফেব্রুয়ারির পর মার্চেও ‘প্লেয়ার অব দ্য মান্থ’য়ের পুরস্কার জিতে ইংলিশ লিগে নতুন ইতিহাসের জন্ম দেন ২৫ বছর বয়সী সালাহ। কারণ এর আগে একই মৌসুমে এমন কীর্তি গড়তে পারেননি অন্য কোনো খেলোয়াড়।
দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

