১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২২

নেতানিয়াহু একজন কুখ্যাত মিথ্যাবাদী: ইরান

আন্তর্জাতিক ডেস্ক:
গোপনে পরমাণু অস্ত্র প্রকল্প চালাচ্ছে ইরান- ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন অভিযোগ করায় তাকে ‘একজন কুখ্যাত মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম ঘাসেমি বলেন, তেহরান তাদের পরমাণু অস্ত্র নিয়ে মিথ্যে বলেছে এমন অভিযোগ ‘বস্তাপচা, অকার্যকর এবং লজ্জাজনক’।

নেতানিয়াহু একজন ‘দেউলিয়া ও কুখ্যাত মিথ্যাবাদী যার মিথ্যা ও ছলনা ছাড়া আর কিছুই দেয়ার নেই’ এক বিবৃতিতে বলেন ঘাসেমি। তিনি বলেন, ‘নেতানিয়াহু এবং ঘৃণ্য শিশু-হত্যাকারী ইহুদিবাদি শাসকরা নিশ্চয়ই বুঝতে পেরেছে পৃথিবীর মানুষ এখন যথেষ্ট সচেতন ও বিচারবুদ্ধিসম্পন্ন।’

নেতানিয়াহু মঙ্গলবার টেলিভিশনে দাবি করেন, ইরানের যেকোনো সময় ব্যবহারযোগ্য পরমাণু অস্ত্রের পরিকল্পনার ‘প্রমান’ তার কাছে রয়েছে।

ইসরাইলের প্রধান শত্রু ইরান ২০১৫ সালে বিশ্বের ছয়টি পরাশক্তির সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি স্বাক্ষর করার পর দেশটি পরমাণু অস্ত্র তৈরিতে সক্রিয় রয়েছে এমন দাবির পক্ষে কোনো প্রমান দেননি নেতানিয়াহু।

এমন সময়ে ইসরাইল ইরানের পরমাণু অস্ত্রের প্রমাণ পাওয়ার দাবি করল, যখন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু অস্ত্র চুক্তি বাতিল করে দেয়ার কথা ভাবছে। ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির কথা অস্বীকার করে আসছে। তাদের দাবি, দেশটির পরমাণু প্রকল্প বেসামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বলেছেন, ইসরাইলের দেয়া তথ্য দীর্ঘ মেয়াদে তেহরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণের ভিত্তি হতে পারে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানের পরমাণু চুক্তি বাতিল করবে না। কারণ তারা মনে করেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে এটাই সবচেয়ে ভালো উপায়।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১, ২০১৮ ৭:৫৩ অপরাহ্ণ