২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:০২

সৌদিসহ আঞ্চলিক দেশগুলোকে উসকানি দিচ্ছে যুক্তরাষ্ট্র: আয়াতুল্লাহ খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে লিপ্ত হতে সৌদি আরবসহ কিছু আঞ্চলিক দেশকে যুক্তরাষ্ট্র উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সোমবার তেহরানে ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ উপলক্ষে শ্রমিক এবং উদ্যোক্তাদের এক সমাবেশে সর্বোচ্চ এ নেতা বলেন, মার্কিনিরা সৌদি আরব এবং বিশেষ কয়েকটি আঞ্চলিক দেশকে নানাভাবে উসকানি দিচ্ছে এবং তাদের ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে লেলিয়ে দেয়ার জন্য চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, যদি তারা বুদ্ধিসম্পন্ন হয় তাহলে তারা মার্কিনিদের এ ষড়যন্ত্রের মাধ্যমে প্রতারিত হবে না।

মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি আরব সফরে গিয়ে পারস্য উপসাগরীয় দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ইরানকে মোকাবেলার আহ্বান জানানোর একদিন পর আয়াতুল্লাহ খামেনি এ বক্তব্য এল।

খামেনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং এর শক্তিশালী জাতির বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে লিপ্ত হওয়ার ফলে যে মূল্য দিতে হবে তা মোকাবেলা করতে চায় না যুক্তরাষ্ট্র। বরং এসবের দায়ভার এ অঞ্চলের দেশগুলোর ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে মার্কিনিরা।

তিনি বলেন, এ অঞ্চলের কিছু দেশকে মনে রাখতে হবে যে, তারা যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় তাহলে তাদের ওপর পাল্টা আঘাত হানা হবে এবং তারা নিশ্চিতভাবে পরাজিত হবে।

খামেনি বলেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা, যুদ্ধ এবং সন্ত্রাসবাদ ছড়িয়ে দেয়া এজেন্ডা নিয়েই এ অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এই কারণে এ অঞ্চলে মার্কিনিদের চলাচল অবশ্যই বন্ধ করে দিতে হবে এবং তাদের পশ্চিম এশিয়া ছেড়ে চলে যেতে হবে।পার্সটুডে।

দৈনিক দেশজনতা /এন আর  

 

প্রকাশ :মে ১, ২০১৮ ৭:০০ অপরাহ্ণ