১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৫

লস্কর-ই-তাইয়েবার হামলায় কাশ্মীরে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের কাশ্মীরে জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তাইয়েবার হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার (৩০ এপ্রিল) রাতে কাশ্মীরের বারামুল্লা জেলায় এ হামলা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের খুব কাছ থেকে গুলি করে করা হয়। সোমবার সকালে কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তারক্ষীদের অভিযানে নিহত হয় দুই সন্ত্রাসীসহ তিনজন। এর কয়েক ঘণ্টা পরই লস্কর ই তাইয়্যেবার এ হামলার খবর পাওয়া যায়।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে সাইয়্যেদ আলী শাহ গিলানী, মীর ওয়াইজ ওমর ফারুক এবং মুহাম্মদ ইয়াসীন মালিকের সমন্বিত যৌথ প্রতিরোধ কমিটি মঙ্গলবার কাশ্মীরে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর  

 

প্রকাশ :মে ১, ২০১৮ ৫:৫৯ অপরাহ্ণ