১৫ই জানুয়ারি, ২০২৬ ইং | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:২২

গাইবান্ধার বজ্রপাতে মা-ছেলে নিহত

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার সাঘাটায় বজ্রপাতে মা-ছেলে মারা গেছেন। বগুড়ার সীমান্তবর্তী কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেনআবদুস সালামের স্ত্রী বিলকিস বেগম (৩৫) ও তার ছেলে সোহেল রানা (১৫)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে সোহেল রানা স্থানীয় মাঠে ধান কাটতে যান। কিছু সময় পর তার মা বিলকিস বেগম ছেলেকে খাওয়ানোর জন্য ভাত নিয়ে যান। এসময় বজ্রপাতে মা-ছেলে আহত হলে হাসপাতালে নেয়ার পথেই তারা মারা যান।

এদিকে, সোনাতলা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, উপজেলার সীমান্ত এলাকা সাঘাটার পূর্ব কামারপাড়ার মাঠে সকালে ছেলে সোহেল রানা ধান কাটতে গেলে মা বিলকিস বেগম ছেলেকে খাওয়ানোর জন্য ভাত নিয়ে যান। এসময় বজ্রপাত হলে মা ও ছেলে আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১, ২০১৮ ৪:৪০ অপরাহ্ণ