১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৭

সংকট সৃষ্টি করবেন না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

সংকট সৃষ্টি না করতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি। ট্রাম্পকে উদ্দেশ্যে করে তিনি বলেছেন, ‘শুভবুদ্ধির পরিচয় দিন। এমন কোনো সংকট সৃষ্টি করবেন না যাতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি গোটা বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়।’ সোমবার তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সালেহি।

তিনি বলেন, পরমাণু কর্মসূচির দিক দিয়ে ২০১৫ সালের পরমাণু সমঝোতা পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়ার প্রযুক্তি ও দক্ষতা তেহরানের রয়েছে। সেজন্য কোনো সংকট সৃষ্টি করবেন না যাতে বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়। সালেহি বলেন, ‘আমি বাস্তবতার নিরিখেই একথা বলছি। এটি নিছক কোনো হুমকি নয়।’

২০১৫ সালে বারাক ওবামার শাসনামলে ভিয়েনায় ছয় বিশ্বশক্তি (যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন ও জার্মানি) ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তিতে সই করে। ওই সমঝোতা অনুযায়ী, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৫ শতাংশে সীমিত থাকবে। তারা নতুন কোনো সেন্ট্রিফিউজ চালু করতে পারবে না এবং তাদের পারমাণবিক চুল্লির নকশা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কাছে সরবরাহ করতে দায়বদ্ধ থাকবে।

সম্প্রতি এই চুক্তি থেকে বের হয়ে বেরিয়ে আসার হুমকি দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে বের না হওয়ার আহ্বান জানান। ট্রাম্পের এমন হুমকির পরিপ্রেক্ষিতে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেন, পরমাণু সমঝোতার মাধ্যমে জনগণকে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি তা যদি পূরণ করতে না পারি তাহলে ওই সমঝোতা স্বাক্ষরের পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়ার সক্ষমতা আমাদের রয়েছে। এমনকি আমরা পরমাণু কর্মসূচিকে তার চেয়েও অনেক শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে পারব।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ১, ২০১৮ ২:১৫ অপরাহ্ণ