১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০২

গোপালগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আটক ৩৭

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জরা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রাতভর জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়।

এ সময় গোপালগঞ্জ সদর থানা থেকে ১৪ জন, কাশিয়ানী থানায় ৬ জন, কোটালীপাড়া থানায় ১০ জন, মুকসুদপুর থানায় তিন জন ও টুঙ্গিপাড়া থানা পুলিশ চার জনকে আটক করে।

এদের মধ্যে ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলার আসামি রয়েছে রয়েছে বলেও জানানো হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১, ২০১৮ ১:২৪ অপরাহ্ণ