১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৫

প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

সুযোগ এসেছিল শ্রীলঙ্কা সিরিজের। সেসময় তা হাতছাড়া হলেও বেশিদিন অপেক্ষা করতে হয়নি। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো আটে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার আইসিসির প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশকে আটে জায়গা করে দিতে এই প্রথম নয়ে নেমে গেছে এক সময়ের প্রতাপশালী দল ওয়েস্ট ইন্ডিজ।

এবার  হালনাগাদে ২০১৪-১৫ মৌসুমের ফলাফল বিবেচনার হিসেবে আনা হয়নি। ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে ৫০ শতাংশ। সেখানেই বাংলাদেশ টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজকে।

বার্ষিক হালনাগাদের পর বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৭৫। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬৭ পয়েন্ট। নতুন র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারতের অবস্থান আরও পোক্ত হয়েছে। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার চেয়ে এখন অনেক এগিয়ে তারা।

র‌্যাঙ্কিং দল রেটিং পয়েন্ট

১      ভারত          ১২৫ (৪+)

২      দক্ষিণ আফ্রিকা     ১১২ (-৫)

৩      অস্ট্রেলিয়া ১০৬ (+৪)

৪      নিউ জিল্যান্ড     ১০২ (-)

৫      ইংল্যান্ড  ৯৮ (+১)

৬      শ্রীলঙ্কা          ৯৪ (-১)

৭      পাকিস্তান ৮৬ (-২)

৮      বাংলাদেশ ৭৫ (+৪)

 

দৈনিক দেশজনতা /এন আর  

 

 

প্রকাশ :মে ১, ২০১৮ ১:০১ অপরাহ্ণ