১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১২

কুড়িগ্রামে বিএসএফ’র গুলি: আহত ১

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া রাবার বুলেটের আঘাতে রাসেল মিয়া (১৪) নামে এক বাংলাদেশি স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। সোমবার উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমণ্ডল সীমান্তে বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিজিবি ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত স্কুল ছাত্র রাসেল মিয়াকে প্রথমে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাসেল মিয়া উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী নোয়াখালিটারী গ্রামের আব্দুল হানিফ মিয়ার ছেলে। সে বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। এ ঘটনায় ওই সীমান্তে বিজিবি’র টহল জোরদার করা হয়েছে।

সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, ওই সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩০ এর সাব পিলার ৮ এর পাশে বাংলাদেশ সীমান্তের ২০ মিটার ভিতরে গবাদী পশুর ঘাস সংগ্রহ করতে যায় রাসেল মিয়া, শাকিল, ফরহাদ ও আলিমুদ্দিন নামে কয়েকজন কিশোর। এক পর্যায়ে ভারতীয় ৩৮ বিএসএফ ব্যাটালিয়নের নারায়ণগঞ্জ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

এতে অন্যরা অক্ষত থাকলেও স্কুল ছাত্র রাসেল মিয়ার মুখে রাবার বুলেট লাগে। এতে রাসেলের মুখ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। রাসেল ও তার সঙ্গীদের চিৎকারে ওই এলাকার হারুণ-আর-রশিদসহ কয়েকজন মিলে আহত রাসেলকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে খবর পেয়ে গোরকমন্ডল ও শিমুলবাড়ী কোম্পানি ক্যাম্পের বিজিবি’র সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সবুজ পতাকা উড়িয়ে রাবার বুলেট ছোঁড়ার বিষয়ে তীব্র প্রতিবাদ জানায় ও পতাকা বৈঠকের দাবি জানায়।। বিজিবি’র তীব্র প্রতিবাদের মুখে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার বিবরণ জানাতে সম্মত হয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কাদের জানান, খবর শুনে দ্রুত বিজিবির টহলদলসহ ঘটনাস্থলে গিয়েছে। তাৎক্ষণিকভাবে বিএসএফ’কে এ ঘটনার জন্য তীব্র প্রতিবাদ জানানো হয়ে। সোমবার তাদের (বিএসএফ) কোম্পানি কমান্ডার উপস্থিত না থাকায় মঙ্গলবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানান সুবেদার আব্দুল কাদের।

লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেনান্ট কর্নেল গোলাম মোর্শেদ জানান, বিএসএফ’র ছোড়া রাবার বুলেটের আঘাতে এক স্কুল ছাত্র আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মে ১, ২০১৮ ১২:৪৮ অপরাহ্ণ