১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১০

’মে দিবস’ উপলক্ষ্যে কাল বিএনপির র‌্যালি

নিজস্ব প্রতিবেদক:

মহান মে দিবস উপলক্ষে আগামীকালের সমাবেশের অনুমতি না পাওয়ায় এদিন র‌্যালি করবে বিএনপি।

মঙ্গলবার (১ মে) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করবে বিএনপির সহযোগী অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল।

সোমবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. আনোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মহান মে দিবস উপলক্ষে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু সেটা করার জন্য পুলিশের অনুমতি পাইনি। তাই নয়াপল্টনে আমাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি করার সিদ্ধান্ত নিয়েছি। সকল সাড়ে ১০টায় এ র‌্যালি শুরু হবে। শান্তিনগর ফ্লাইওভারে গিয়ে শেষ হবে।’

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৮ ৯:৩৭ অপরাহ্ণ