২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৪২

অবশেষে মেয়ের অভিভাবকত্ব পেলেন বাঁধন

বিনোদন ডেস্ক:

সন্তানের দায়-দায়িত্ব নেয়ার ক্ষেত্রে সবসময় বাবাদের পক্ষেই রায় হয়েছে। এবারই প্রথম কোনো মা তার সন্তানের পূর্ণ দায়িত্ব পেলেন। অবশেষে আদালতের নির্দেশেই মেয়ে সায়রার পূর্ণ অভিভাবকত্ব পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার সকালে দ্বাদশ সহকারী জজ ও পারিবারিক আদালত এই নির্দেশ দেন।

বাঁধন বললেন, আমার জীবনের এই অংশটায় যারা যারা সমর্থন দিয়েছেন, তাদের প্রত্যেককে আমার গভীর কৃতজ্ঞতা। আপনাদের নাম নিতে চাই না, শুধু অনুরোধ করবো- মেয়েকে যেন এইভাবেই, আমার নিজের সামর্থ্যে মানুষ হিসেবে বড় করতে পারি, সেই দোয়া করবেন।

বাঁধন আরো বলেন, সততাই যে সর্বোত্তম পন্থা সেটা আবারও প্রমাণিত হলো। নিশ্চিত ছিলাম, সঠিকভাবে আইনকে উপস্থাপন করতে পারলে আইনের সুশাসন যে দেশে এখনো আছে, সেটার প্রমাণ পাওয়া যায়।

উল্লেখ্য, ২০১৪ সালে বিচ্ছেদ হয় বাঁধন ও মাশরুর সিদ্দিকীর। এরপর মাশরুর গোপনে বিয়ে করেন এবং একমাত্র কন্যাসন্তান সায়রাকে নিজের কাছে নিয়ে যেতে চান। গত বছর এসব ঘটনা নিয়ে গণমাধ্যমেও অনেক আলোচনা হয়েছিল। এরপর গত বছরের ৩ আগস্ট মেয়েকে নিজের কাছে রাখার আবেদন জানিয়ে মামলা করেন বাঁধন। সেই মামলার রায়ই দেয়া হয়েছে সোমবার।

দৈনিক দেশজনতা/এন আর

 

 

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৮ ৮:৪১ অপরাহ্ণ