২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৪০

কাবুলে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪১

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক দুটি শক্তিশালী আত্মঘাতি বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১০ জন সাংবাদিক রয়েছেন। নিহতদের মধ্যে ফরাসি বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র নিজস্ব সাংবাদিক রয়েছেন।

আফগান স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, প্রথম দফার বিস্ফোরণের পর জড়ো হওয়া স্বাস্থ্যকর্মী এবং সাংবাদিকদের লক্ষ্য করে দ্বিতীয় হামলাটি চালানো হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সকাল ৮টার দিকে কাবুলে কর্মব্যস্ততা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আত্মঘাতি প্রথম বোমা বিস্ফোরণটি ঘটে। আফগানিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির কার্যালয়ের কাছেই এ হামলা চালানো হয়। দ্বিতীয় বিস্ফোরণটিও আত্মঘাতি ছিল বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, কাবুলের শাসদারাক এলাকায় প্রথম বিস্ফোরণটি হয়। মোটর সাইকেল আরোহী এক দুর্বৃত্ত প্রথম বিস্ফোরণটি চালায়। পরে, বিস্ফোরণের খবর সংগ্রহ করতে আসা সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে আবারও হামলা চালানো হয়।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৮ ৮:১৭ অপরাহ্ণ