নিজস্ব প্রতিবেদক:
আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে সোমবার ভোরে ৪ মণ গাঁজাসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। তবে এসময় চালক কিংবা অন্য কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার ভোরে আশুগঞ্জ টোলপ্লাজার এটিএসআই মো. বিল্লাল হোসেন ওই এলাকায় অভিযান চালান। এসময় একটি ট্রাককে পুলিশ থামাতে সংকেত দেয়।
পরে ট্রাকটি দ্রুতগতিতে টোলপ্লাজার বাঁশ ভেঙ্গে কিছু দূর এগিয়ে যায় এবং তা রেখে চালক পালিয়ে যান। পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৪ মণ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় মাদকের মামলা করা হয়েছে।
দৈনিক দেশজনতা/এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

