১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২১

কাবুলে ন্যাটো-সিআইএ দফতরের কাছে বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে কাবুলের শাসদারাক এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র হাশমাত স্তানিকজাই। খবর খামা প্রেসের।

ঘটনাস্থলের আশপাশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিআইএর দফতর এবং আফগান প্রতিরক্ষা সদর অবস্থিত হাশমাত বলেন, সকালে নিরাপত্তাবেষ্টিত এলাকায় পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে এক ব্যক্তি এ আত্মঘাতী হামলায় চালায়। এতে পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছেন।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে চলতি গ্রীষ্মে আফগান বিদ্রোহী বাহিনী তালেবান একের পর এক জোরদার হামলা চালিয়ে যাচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৮ ১২:১৯ অপরাহ্ণ