১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪৫

টিএসসিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের মতবিনিময় সভা আজ

নিজস্ব প্রতিবেদক:

৭ মে’র মধ্যে কোটা বাতিলের গেজেট প্রকাশের দাবি বলবৎ রেখে সোমবার শিক্ষক-ছাত্র মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কেন্দ্রীয় কমিটি। সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

পরিষ‌দের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন ও যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁন এ বিষ‌য়টি নি‌শ্চিত ক‌রেন।

এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের হলসমূহসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের কাছে প্রচারণা চালিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। রোববার রাতে আন্দোলনকারীদের বিশ্ববিদ্যালয়ের হলে হলে গিয়ে শিক্ষার্থীদের কাছে মতবিনিময় সভা সম্পর্কে জানাতে এবং তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আহ্বান কর‌তে দেখা গেছে। মতবিনিময় সভায় শিক্ষক ও শিক্ষার্থীদের সর্বোচ্চ উপস্থিতি আশা করছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।

এ বিষয়ে হাসান আল মামুন বলেন, সোমবার সকাল ১০টায় টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আমাদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষককে জানানো হয়েছে। শিক্ষার্থীদের কাছেও আমরা গিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও আমরা মতবিনিময় সভায় আসার আহ্বান জানিয়েছি।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল সংবাদ সম্মেলন করে এপ্রিল মাসের মধ্যে প্রধানমন্ত্রীর কোটা প্রথা বাতিলের ঘোষণা প্রজ্ঞাপন আকারে জারি করার দাবি জানায় কোটা সংস্কার আন্দোলনকারীরা। তা না হলে আবার আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন তারা। পরবর্তীতে গত ২৮ এপ্রিল রাতে ন্যাম ভবনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের বাসায় কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের বৈঠক হয়। বৈঠকের পর কোটা সংস্কার আন্দোলন ৭ মে পর্যন্ত স্থগিত করে আন্দোলনকারীরা।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৮ ১১:৫৯ পূর্বাহ্ণ