১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

ইরাকে ২৯ বিদেশি নারীর যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক:

অবৈধ অনু্প্রবেশ এবং জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে জড়িত থাকার অপরাধে ২৯ জন বিদেশি নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইরাকের আদালত। শাস্তিপ্রাপ্ত নারীদের মধ্যে রাশিয়ার ১৯ জন, আজারবাইজানের ছয়জন এবং তাজিকিস্তানের চারজন। সংবাদ সংস্থা এএফপি এর সূত্র দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

রবিবার ইরাকের কেন্দ্রীয় অপরাধ আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডে রায় ঘোষণা করে। এসময় শাস্তিপ্রাপ্ত সব নারী তাদের শিশু সন্তানসহ আদালতে উপস্থিত ছিলেন। এসময় আদালতে নারীদের রায় রুশ ভাষায় অনুবাদ করে দেয়ার জন্য বাগদাদ বিশ্ববিদ্যালয়ের এক প্রভাষককে নিয়ে আসে ইরাকের রুশ দূতাবাস।

তবে এসব নারীকে ভুল পথে পরিচালনা করে ইরাকে আনা হয়েছে বলে জানিয়েছেন কেউ কেউ। রবিবার শাস্তি পাওয়া এক নারী বলেন, আমি জানি না আমি কেন ইরাকে এসেছি। আমি আমার স্বামী ও সন্তানদের নিয়ে তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেখানেই আমরা বসবাস করতে চেয়েছিলাম। কিন্তু হঠাৎ করে আবিষ্কার করি যে আমি আসলে ইরাকে এসেছি।

ইরাকে ২০১৭ সালের শেষদিকে জঙ্গি গোষ্ঠী আইএসের পতন হয়। এ সময় ইরাক সরকার এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অপরাধে অন্তত ৫৬০ নারী ও ৬০০ শিশুকে আটক করে। এছাড়া, জঙ্গি সংশ্লিষ্টতার কারণে ইরাকের বিভিন্ন কারাগারে বর্তমানে ২০ হাজারের বেশি লোক বন্দী রয়েছে বলে জানা যায়। তবে এসব বন্দি সম্পর্কে নির্দিষ্ট কোনো সংখ্যা জানায়নি ইরাক সরকার। সূত্র: আল জাজিরা

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৮ ১১:৩১ পূর্বাহ্ণ