২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৫৩

সীমানা পুনঃনির্ধারণ : দাবি আপত্তি নিয়ে ইসির বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক :

একাদশ সংসদ নির্বাচনের প্রস্তাবিত সীমানা পুনঃনির্ধারণসংক্রান্ত দাবি-আপত্তির বিষয়ে শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন। গত ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত শুনানি চলে। আজ সোমবার সেই দাবি-আপত্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আনুষ্ঠানিক বৈঠকে বসবে ইসি।

আজকের কমিশন সভায় চূড়ান্ত গেজেট প্রকাশের পরিকল্পনা রয়েছে। যে ৬০ আসনের বিষয়ে শুনানি হয়েছে তা হলো- নীলফামারী-৩, রংপুর-১-৩, কুড়িগ্রাম-৪, চাঁপাইনবাবগঞ্জ-১, সিরাজগঞ্জ-১-২, পাবনা-১-২, বরগুনা-১, পিরোজপুর-১-২-৩, যশোর-৪, মাগুরা-১-২, নড়াইল-১-২, খুলনা-৪, সাতক্ষীরা-৩-৪, সিলেট-২-৩, মৌলভীবাজার-২-৪, জামালপুর-৪, ব্রাহ্মণবাড়িয়া-১-৩-৫-৬, কুমিল্লা-১-২-৬-৯-১০, নোয়াখালী-১-৪-৫, লক্ষীপুর-২, চট্টগ্রাম-৭-১৪, মানিকগঞ্জ-২, ঢাকা-১-২-৩-৭-১৪-১৮-১৯, (ঢাকা-২ আসনের সঙ্গে-৩ ও ৩ আসনের সঙ্গে-১৯ নিয়ে আবেদন ছিল) নরসিংদী-১, গাজীপুর-২-৩-৫, নারায়ণগঞ্জ-২-৪, ফরিদপুর-২-৪ ও শরিয়তপুর-২-৩ আসনের বিষয়ে দাবি-আপত্তি এসেছিল।

এর আগে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানান, এবার ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৪০টি আসনে পরিবর্তন এনেছে কমিশন। বাকি ২৬০টি আসনে দশম সংসদের সীমানা বহাল রাখা হয়। কিন্তু আপত্তি আবেদন এসেছে ৬০টি আসনের বিষয়ে। ৬০টি আসনের সীমানা পরিবর্তনের সিদ্ধান্তের আপত্তি চেয়ে ৪০৭টি আবেদন পড়ে। বাকি ২২৪টি আবেদন ইসির প্রস্তাবিত সীমানার পক্ষে সমর্থন জানিয় এসেছিল। বর্তমান সীমানা পরিবর্তন চেয়ে আবেদনের মধ্যে রংপুরে ৬২টি, রাজশাহীতে ৪৫টি, খুলনায় ৪৩টি, বরিশালে ৮টি, ঢাকায় ৮২টি, সিলেটে ১৩২টি ও চট্টগ্রামে ৩২টি। তবে ময়মনসিংহে কোনো আপত্তি আবেদন পড়েনি।

গত ১৪ মার্চ ১৬টি জেলার ৩৮টি আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া তালিকা প্রকাশ করে ইসি। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে জনসংখ্যার চেয়ে প্রশাসনিক অখণ্ডতা রক্ষার ওপর বেশি জোর দেয় ইসি।

দৈনিকদেশজনতা / আই সি

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৮ ১০:৪১ পূর্বাহ্ণ