১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৮

বিএনপি নেতা হাবীবসহ আটক ১৭

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবীবুর রশিদ হাবীবসহ দলটির বিভিন্ন সংগঠনের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার বিকালে রাজধানীর বাংলামটর এলাকা থেকে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার পরিবর্তন ডটকমকে বলেন, বাংলামটরের রুপায়ন টাওয়ারে গোপন বৈঠক করার সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবীবুর রশিদ হাবীবসহ ১৭ নেতাকর্মীকে আটক করা হয়।

তিনি আরো বলেন, আটকদের মধ্যে বেশিরভাগ নেতাকর্মীই বিভিন্ন মামলার আসামি। তাদের জিজ্ঞাসাবাদ করে গোপন বৈঠকের কারণ জানার চেষ্টা চলছে।

এঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক নিন্দা ও প্রতিবাদ বার্তায় আটক অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম শামসুল হুদা, সহ-সভাপতি মো. ইউনুস মৃধা, যুগ্ম-সাধারণ সম্পাদক কে এম জোবায়ের এজাজ, আ ন ম সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পটু, কমিশনার রফিকুল ইসলাম রাসেলের নাম উল্লেখ করা হয়।

উল্লেখ্য, এর আগে ২০ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আটকের ক্ষেত্রে ‘গোপন বৈঠক’ ও ‘নাশকতার পরিকল্পনা’র দাবি করে থাকতো আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি বিএনপি নেতাকর্মীদেরও ‘গোপন বৈঠক’ থেকে আটকের কথা বলা হচ্ছে।

গত ২০ এপ্রিল নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি নড়াগাতী থানার খাশিয়াল থেকে ‘গোপন বৈঠকের’ সময় কেন্দ্রীয় নেতাসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের ৫৮ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

তাদের আটকের বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেছিলেন, ‘সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য জেলা বিএনপির সভাপতির বাড়িতে বৈঠক চলছিল।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২৯, ২০১৮ ৯:৪৭ অপরাহ্ণ