আতিকুর রহমান , গাজীপুর জেলা প্রতিনিধি :
আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৮ এপ্রিল শনিবার বিকেলে গাজীপুর সিটি নির্বাচনের পাঁচ কাউন্সিলর প্রার্থীকে ৭০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ তারিফুজ্জামান জানান, আলোক সজ্জা, আঠা দিয়ে দেয়ালে ও গাড়িতে পোস্টার আটকানোর অভিযোগে দুইজন সাধারন এবং তিনজন সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থীকে ৭০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দন্ডিতরা হলেন- ৫নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী দবির সরকারকে (ঘুড়ি) প্রতীকে আলোক সজ্জার অপরাধে ২০হাজার টাকা, ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মীর মোঃ আসাদুজ্জামান তুলাকে (ঠেলা গাড়ি) দেয়ালে আঠা
দিয়ে পোস্টার সাঁটানোর অপরাধে ১০হাজার টাকা, এবং ২ নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী জায়েদা আক্তারকে (হেলিকপ্টার) দেয়ালে আঠা দিয়ে পোস্টার সাঁটানোর অপরাধে ১০হাজার টাকা, নাসরিন আক্তার নাজমাকে (আনারস) দেয়ালে আঠা দিয়ে পোস্টার সাঁটানোর অপরাধে ১০হাজার টাকা ও মাহমুদা আক্তার মুক্তিকে (চশমা) আঠা দিয়ে দেয়ালে ও গাড়িতে পোস্টার লাগানোর অপরাধে ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রামম্যান আদালত। আদালতটি পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
দৈনিক দেশজনতা/এন এইচ