২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৪২

পঙ্গু হাসপাতালে লোডশেডিং রোগীদের চরম ভোগান্তি

স্বাস্থ্য ডেস্ক:

রাজধানীর আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে রোববার সকাল থেকে কয়েক দফা লোডশেডিংয়ের ফলে অস্ত্রোপচারসহ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। বিদ্যুৎ না থাকায় জরুরি অস্ত্রোপচার কক্ষে সড়ক দুর্ঘটনাসহ আহত রোগীদের চিকিৎসা প্রদানে বিলম্ব হয়।

বিশেষ করে হাসপাতালের নতুন ভবনের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের চরম ভোগান্তি হয়। রোগীর অভিভাবক ও স্বজনদের ১২তলা বিশিষ্ট ভবনের বিভিন্ন ফ্লোরে সিঁড়ি বেয়ে উঠতে হয়। লিফট বন্ধ থাকায় চিকিৎসক ও নার্সদের অনেকেই সিঁড়ি বেয়ে ওয়ার্ডে নির্দিষ্ট সময়ে উপস্থিত হননি। ফলে রোগীদের সঠিক সময়ে চিকিৎসা থেকে বঞ্চিত হতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক ডাক্তার ও নার্স জানান, সকালে ঝড় ও বৃষ্টির পর থেকে হাসপাতালের নতুন ও পুরোনো ভবনের বিভিন্ন অস্ত্রোপচার কক্ষ ও ওয়ার্ডে বিদ্যুৎ ছিল না। হাসপাতালে অটো জেনারেটর থাকলেও তা চালানো হয়নি।

তবে হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. আবদুল গনি মোল্লা বলেন, সকাল থেকে বিদ্যুৎ ছিল না এ তথ্য সঠিক নয়। মাত্র এক ঘণ্টার জন্য হাসপাতালের নতুন ভবনে বিদ্যুৎ ছিল না। ফলে সামান্য অসুবিধা হলেও বড় ধরনের কোনো সমস্যা হয়নি। কারণ হাসপাতালে ১২টি জরুরি অস্ত্রোপচার কক্ষ রয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২৯, ২০১৮ ৫:২২ অপরাহ্ণ