সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার আবাদেরহাট এলাকায় গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নবাব আলী (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দবি, নিহত নবাব আলী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও নবাব বাহিনীর প্রধান। তিনি হত্যা, ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ কমপক্ষে ১৫ মামলার পলাতক আসামি।
নবাব সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের মজিদ মোল্লার ছেলে। রোববার ভোরে সাতক্ষীরা থেকে ছয় কিলোমিটার দূরে সদর উপজেলার আবাদেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সদর থানার ওসি মারুফ আহমেদ বলেন, নবাব আলীকে শনিবার পাটকেলঘাটা থানা পুলিশ মিঠাবাড়ী গ্রাম থেকে গ্রেফতার করে।
পরে তাকে সাতক্ষীরার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে রাতে তার স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র উদ্ধারের জন্য নিয়ে যাওয়া হয় সদর উপজেলার আবাদেরহাটে। সেখানে একপর্যায়ে তার বাহিনীর লোকজন নবাবকে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় নবাব আলী দুপক্ষের মধ্যে পড়ে ক্রসফায়ারে আহত হলে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বন্দুকযুদ্ধের সময় সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক ইব্রাহীম খলিল ও দুই কনস্টেবল আশিকুজ্জামান ও তুহিন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নবাব হত্যা, ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ কমপক্ষে ১৫ মামলায় পলাতক ছিলেন বলে জানান ওসি।